বরিশাল বিএম কলেজে বহিরাগতদের তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল – সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল বিএম কলেজের হোস্টেলে বসবাসরত শিক্ষার্থীরা স্থানীয় ও বহিরাগতদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে কলেজ সংলগ্ন রাস্তায় টায়ায় জ্বালিয়ে বিক্ষুব্ধরা অগ্নিসংযোগ করে প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মামুন আহম্মেদকে মারধর করার পর কলেজের মুসলিম হলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধরা জানায়, বহিরাগত সৈকত, জেহাদ ও তাদের সহযোগীরা আধিপত্য বিস্তারের লক্ষ্যে গতকাল বুধবার সকালে তাদের সহপাঠী মামুন আহম্মেদকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ওইদিন দুপুরে তারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। কলেজ ছাত্র সংসদের ভিপি মঈন তুষার বিক্ষোভ ও সড়ক অবরোধের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুঁটে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করেছি। তিনি আরো বলেন, স্থানীয় আর বহিরাগত আমি বুঝিনা, অপরাধী যেই হোক সে যদি ছাত্রলীগের নেতা কিংবা বাকসু নেতাও হয় তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। কোতয়ালী থানার ওসি শাহেদুজ্জামান জানান, কলেজটির হোস্টেলে থাকা শিক্ষার্থীদের একাধিকবার স্থানীয়-বহিরাগতরা মারধর করে মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে একাধিকবার জানিয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সুরাহা করতে কোন পদক্ষেপ গ্রহন করেনি।

কলেজ অধ্যক্ষ ড. ননী গোপাল দাস বলেন, আমি ঘটনা শুনেছি। তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।