নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর দাস নগর খাল থেকে আজ বৃহস্পতিবার বিকেলে মানুষের কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ খালে ভাসমান অবস্থায় মানুষের হাতের কব্জির ওপরের কাটা অংশ হাত উদ্ধার করে।
মহানগরীর কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন জানান, গত রবিবার রাতে নগরীর রোকেয়া আজিম সড়কের হাউজিং মাঠে নিজাম উদ্দিন নামের এক যুবদল কর্মীর হাত কেটে নিয়েছে যুবদলের আরেক গ্রুপের ক্যাডাররা। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া হাত নিজামের বলে ধারনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, বিকেল চারটার দিকে স্থানীরা খালে হাত ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তারা গিয়ে হাত উদ্ধার করেন। নিজাম নগরীর ভাটিখানা কাজি বাড়ী মসজিদ এলাকার মানিক হাওলাদের পুত্র। তার ভাই শাহীন হাওলাদার রাজা ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। শাহীন হাওলাদারের দাবি ৭নং ওয়ার্ড যুবদলের পদ নিয়ে বিরোধের জেরধরে তার ভাইয়ের ওপর হামলা চালিয়ে হাত কেটে নিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ওই সময় তার ভাইয়ের অপর হাত ও দুই পায়ের রগ কেটে ফেলেছে সন্ত্রাসীরা। তবে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাদক বিক্রির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে উল্লেখিত হাত কাটার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় শাহীন হাওলাদার বাদি হয়ে প্রতিপক্ষ অপর যুবদল নেতা জসিমউদ্দিনসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি জসিম ও মনির হোসেন নামের দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে।