ব্রিজের রেলিং ভেঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাস খালে – পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত – ৫০ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙ্গে আজ শুক্রবার দুপুরে যাত্রীবাহি বাস (সুগন্ধা পরিবহন) খালে পরে ও বার্থী নামকস্থানে ট্রাক উল্টে খাদে পরে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

দুর্ঘটনার পর পরই বাটাজোর বাসষ্ট্যান্ডে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মানের দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রায় দু’ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পরে দুরপাল্লার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে গতিরোধক নির্মানের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেন। দুর্ঘটনায় গুরুতর আহত ২০ জনকে গৌরনদী ও ১০ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ৫০ জন যাত্রী নিয়ে সুগন্ধা পরিবহন নামের যাত্রীবাহি বাসটি ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর হাইস্কুল সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে খালের মধ্যে পরে বাসটি নিমজ্জিত হয়। দুর্ঘটনায় ৫০জন যাত্রীই আহত হয়।

অপরদিকে যশোর থেকে কাঁঠাল ভর্তি করে ছেড়ে আসা ট্রাক গতকাল শুক্রবার ভোরে মহাসড়কের বার্থী নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পরে যায়। এ সময় উজিরপুর উপজেলার শোলক গ্রামের কাঠাল ব্যবসায়ী আঃ সালাম ঘটনাস্থলেই নিহত হয়।