নিজস্ব সংবাদদাতা ॥ “আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আমি ফেরেস্তা নই-সামান্য একজন মানুষ মাত্র। আপনাদের পরামর্শ ও সহযোগীতা নিয়েই আমি এই ইউনিয়নকে দেশের মধ্যে সর্বপ্রথম একটি ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই”। জনগনের সাথে ইউপি চেয়ারম্যানের জবাবদিহীতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলছিলেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
সভায় তিনি জনগনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও পরামর্শ নিয়ে ইউনিয়নের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি (চেয়ারম্যান) ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার কথা জনগনের মাঝে তুলে ধরেন। স্থানীয় জনগন ব্যাপক আগ্রহ নিয়ে সভায় অংশগ্রহন করে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। চেয়ারম্যান পিকলু নিজ উদ্যোগে প্রতি সপ্তাহে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করে গত এক মাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় গত ২২ জুন বিকেলে ইউনিয়নের বাঘার গ্রামের তৃনমূল জনগনের সাথে জবাবদিহীতা মূলক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষক কার্তিক চন্দ্র দেওয়ানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য চাঁন মনি দেওয়ান, রবিন্দ্র নাথ হালদার, যোগেন্দ্র নাথ মাঝি, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মোল্লা, স্বপন হালদার, বিমল চন্দ্র সমদ্দার, হারান দেওয়ান, হাজ্বী নাগর আলী, বিনয় ভূষন বেপারী, সন্তোষ বিশ্বাস, কমল মজুমদার প্রমুখ। পুরো সভাটি পরিচালনা করেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।