Menu Close

বরিশালে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকালে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি সমর্থিত ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। বেলা সাড়ে এগারোটায় বিএনপির দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি। মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর জহির উদ্দিন বাবর, বিএনপি নেতা আলতাফ হোসেন তালুকদার, সৈয়দা লূনা আফরোজ, আবুল কালাম শাহীন, আলী হায়দার বাবুল, সালেহ আহমেদ, মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন, যুগ্ন আহবায়ক মঞ্জুর রহমান প্রমুখ। শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।