নিজস্ব সংবাদদাতা ॥ নির্যাতন প্রতিরোধ এবং নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস মঙ্গলবার সকালে বরিশালে পালিত হয়েছে।
এ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে সকাল দশটায় অশ্বিনী কুমার টাউন হল থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কাছে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী কাজল ঘোষ, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, আজিজুর রজমান শাহিন প্রমুখ।