Menu Close

তৈরী করুন ইন্টারকম

যে সার্কিটটা নিয়ে আলোচনা করছি তার প্রধান অংশ হচ্ছে একটি LM386 অডিও আইসি। ৮ পিনের এই আইসিটির সাথে অল্প কয়েকটি কম্পোনেন্টের সমন্বয়ে তৈরী করা হয়েছে এমপ্লিফায়ার। টু ওয়ে পুস সু্ইচটির মাধ্যমে বলা ও শোনার কাজ নিয়ন্ত্রন করা হয়। সাধারন অবস্থায় এটি শোনা মোডে থাকে এবং প্রেস করলে বলা মোডে যায়। টু ওয়ে একটা ইন্টারকম সিষ্টেমের জন্য এই রকম দুইটি সার্কিট বানাতে হবে।

Related Posts