যে সার্কিটটা নিয়ে আলোচনা করছি তার প্রধান অংশ হচ্ছে একটি LM386 অডিও আইসি। ৮ পিনের এই আইসিটির সাথে অল্প কয়েকটি কম্পোনেন্টের সমন্বয়ে তৈরী করা হয়েছে এমপ্লিফায়ার। টু ওয়ে পুস সু্ইচটির মাধ্যমে বলা ও শোনার কাজ নিয়ন্ত্রন করা হয়। সাধারন অবস্থায় এটি শোনা মোডে থাকে এবং প্রেস করলে বলা মোডে যায়। টু ওয়ে একটা ইন্টারকম সিষ্টেমের জন্য এই রকম দুইটি সার্কিট বানাতে হবে।