Menu Close

বরিশালে শিক্ষকদের কর্মবিরতি শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা জাতীয় করনসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার বরিশালে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। বেলা এগারোটায় অশ্বিনী কুমার টাইন হল চত্বরে দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, অধ্যাপক জলিলুর রহমান প্রমুখ। একইদাবিতে ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশালের গৌরনদী উপজেলার মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকারা।

বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে সকাল সাড়ে দশটায় উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি স্বপন কুমার মন্ডল, সম্পাদক তারক চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক এস.এম ইলিয়াস প্রমুখ। বক্তারা বলেন, একই দাবিতে বুধবারও ক্লাশ বর্জন কর্মসূচী পালন করা হবে।