Menu Close

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুর

নিজস্ব সংবাদদাতা ॥ ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশাল আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে বিক্ষুব্ধ গ্রাহকেরা। মঙ্গলবার গভীর রাতে প্রায় তিন শতাধিক বিদ্যুৎ গ্রাহকেরা বিক্ষোভ মিছিল নিয়ে আকস্মিক ভাবে বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। হামলা ও ভাংচুরের অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনার পর গতকাল বুধবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো।