মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মিয়া (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার বিকেলে ঢাকার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির… রাজিউন)। তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়- স্বজন রেখে গেছেন। গত বৃহস্পতিবার রাতে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে আমবৌলা গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
হিরা লাল বনিক
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের প্রবীন ব্যবসায়ী ও মেসার্স বর্নিক ব্রাদাসের সত্বাধিকারী হিরা লাল বনিক (৯০) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বেকিনগর গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যা রেখে গেছেন। গতকাল শুক্রবার দুপুরে পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন করা হয়।