দেলোয়ার সেরনিয়াবাত ॥ গৌরনদী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে আসন্ন ঈদকে সামনে রেখে গতকাল সোমবার বিকেলে গৌরনদী পৌর ভবন মিলনায়তনে ঈদগাহ কমিটির এক প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী পৌরসভার মেয়র ও ঈদগাহ কমিটির সভাপতি মোঃ হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য ইমাম মাওলানা আব্দুল বাতেন নোমান, সরকারি গৌরনদী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর সচিব মোঃ গোলাম ফারুক, গৌরনদী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক মোঃ কালাম সরদার, মোঃ হান্নান শরীফ, মোঃ জাফর শরীফ, পৌর কাউন্সিলর মোঃ আতিকুর রহমান শামীম, মোঃ নুর আলম সিকদার, মোঃ ফিরোজ রহমান, মোঃ নুরুল আলম বাবুল, রেজাউল করিম টিটিু, সাবেক কাউন্সিলর মোঃ জয়নাল খন্দকার, আবু সাঈদ নান্টু, মোঃ কবির হোসেন খান, আ’লীগ নেতা হাফেজ নুরুল হক প্রমুখ। সভায় ঈদের জামাত ও ঈদগাহ মাঠের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহর ইমাম বাসষ্টান্ড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাতেন নোমান।