দেলোয়ার সেরনিয়াবাত ॥ দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী কাছেমাবাদ দরবার শরীফ ও দ্বীনি কমপ্লেক্সে পরিচালনা কমিটির উদ্যোগে গত বুধবার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাছেমাবাদ আলীয়া সিদ্দিকীয়া কামেল মাদ্রসা মিলনায়তনে দরবার শরীফের গদীনিশীন পীর হয়রত মাওলানা আ ফ ম অহিদের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, নবাগত উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গৌরনদী সার্কেলের এএসপি শাহেদ ফেরদৌস রানা, গৌরনদী থানার ওসি আবুল কালাম, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, কাছেমাবাদ আলীয়া সিদ্দিকীয়া কামেল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা কাওছার হোসেন কামেল, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান দিপ, বন্ধুসভার সভাপতি বেল্লাল হোসেন, সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম সবুজ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার হেড মোহাদ্দেশ।