গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে এবার ঈদের বাজারে এসেছে শিশু-কিশোরদের বাহারি নামের সব পোশাক। প্রতিটি বিপণিবিতানের কিডস কর্নারে থরে থরে সাজানো হয়েছে এসব পোশাক। এর মধ্যে আছে মেয়েদের ফ্রক, মিনি স্কার্ট, থ্রি পিস, লেহেঙ্গা। বাহারি ছাঁটের এসব পোশাকের নামও বাহারি। যেমন, পাগলু, ঝিলিক, বাংলা লিংক, দাবাং, কারিনা, বডিগা, গোপী, চুলি, সোহানা, শিলা, কলকা, মুন্নী, রাশি, শিলা, ক্যাটরিনা ফ্যাশন, মাসাক্কালি, শাকিরা, স্পাইস গার্ল। আর ছেলেদের টি শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, শর্ট পাঞ্জাবি। উপজেরার টরকী বন্দরের খান গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী নুরু হোসেন খান জানান, শরীরের সঙ্গে লাগানো কোঁচকানো টাইট নেটের বিভিন্ন পোশাক শিশুদের বেশি পছন্দ। এই তালিকায় আছে ডেনিম জিন্সও। তিনি আরো জানান, স্টার প¬াসের নায়িকাদের নামে তৈরি করা এসব পোশাকের দাম তার দোকানে ১২ শ’ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। তবে এবার বিক্রির শীর্ষ স্থান দখল করে আছে ঝিলিক, বাংলা লিংক ও পাগলু। তাঁরাকুপি গ্রামের অভিভাবক ফিরোজ মাঝি, কটকস্থল গ্রামের তারিকুর ইসলাম, সুন্দরদী মহল¬ার মোহাম্মদ আলীসহ একাধিক অভিভাবক জানান, বাচ্চাদের জন্য পোশাক কিনতে এসে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। ছোট হলেও শিশুদের পোশাকের দাম এবার অনেক।
এছাড়াও গৌরনদী বন্দরে ভাই ভাই বস্ত্রবিতান, ময়ুরী গার্মেন্টস, বাটাজোর বাপ্পী ফ্যাশন, টরকীবন্দরের সৌখিন গার্মেন্টস, সিটি খান গার্মেন্টসে এ বাহারী পোষাকের দোকানে এবার পাগলু, ঝিলিক ও বাংলা লিংক বিক্রি বেশি। দোকানিরা জানান, ঈদের জন্যই দামটা একটু বেশি হয়। ঈদের জামা-কাপড়ে নানা ধরনের নকশা, নানা কাজের ডিজাইন থাকে বেশি। দাম তো বেশি রাখতেই হয়।