নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরী থেকে শনিবার সন্ধ্যায় ডিজিএফআই’র সদস্যরা উগ্রপন্থি জঙ্গী সংগঠন হিজবুত তাওহীদের দু’সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বেসরকারি পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থী। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যায় নগরীর রুপাতলী বাসষ্ট্যান্ড এলাকায় প্রচারনাকালে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সদস্যরা হিজবুত তাওহীদের সক্রিয় দু’সদস্যকে আটক করে। আটককৃতরা হলো-উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামের খলিল হাওলাদারের পুত্র নাসিম হাওলাদার (১৮) ও নগরীর গাউছিয়া সড়কের কাঞ্চন মল্লিকের পুত্র মোঃ ফিরোজ মল্লিক (১৯)। তারা দু’জনেই নগরীর সিএন্ডবি রোড এলাকার বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তারা দু’জনেই নগরীর রুপাতলী বাসষ্ট্যান্ড এলাকায় হিজবুত তাওহীদের আপত্তিকর বই বিতরন করছিলো।