গৌরনদী সংবাদদাতা ॥ পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার তিন শতাধিক অসহায়, দুঃস্থদের মাঝে গতকাল রবিবার সকালে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কমপ্লে¬ক্সের প্রতিষ্ঠাতা, জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক ও দুবাই প্রবাসী বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার উদ্যোগে এ অর্থ বিতরন করা হয়। এ উপলক্ষে সুন্দরদী এলাকার বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কমপ্লে¬ক্সের সম্মুখে সমাজ সেবক নুর মোহাম্মদ মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব সিকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও জাকের পার্টির নেতা গাজী মোঃ শাহ আলম, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, জাকের পার্টির মহিলা নেত্রী ফেরদাউস বেগম। বক্তব্য রাখেন লাল মিয়া মুন্সী, মোশারেফ হোসেন মুন্সী, বেলায়েত হোসেন খান, সৈয়দ রুবেল প্রমুখ। শেষে ৩’শ ১০ জন অসহায়, দুঃস্থদের মাঝে প্রতিজনকে নগদ ৪’শ টাকা করে বিতরন করা হয়।