দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের বাকেরগঞ্জ থেকে চোরাইকৃত একটি ট্রলার দীর্ঘ ১৫ দিন পর গৌরনদী থানা পুলিশ গতকাল রবিবার উদ্ধার করেছে। ট্রলার চুরির ঘটনায় পুলিশ আইউব আলী ডাক্তার (৫০), জালিল ডাক্তার (২৫), কামাল হোসেন (২৭) ও মনির হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে।
বাকেরগঞ্জ থানার এস.আই কামাল পাশা জানান, বাকেরগঞ্জ উপজেলার বারঘরিয়া গ্রামের রফিক হাওলাদারের আড়াই লাখ টাকা মূল্যের ট্রলারটি গত ২৮ জুলাই মনির ও তার সহযোগী কামাল চুরি করে। তারা ওই ট্রলারটি গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আইউব আলী ডাক্তারের কাছে মাত্র ৭০ হাজার টাকায় বিক্রি করে। মনিরের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুমারখালী গ্রামে ও কামালের বাড়ি উজিরপুরের গুঠিয়ায়। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, রবিবার সকালে আইউব আলী ও তার পুত্র জালিল গৌরনদীর সীমান্তবর্তী কয়ারিয়ার চরে নিয়ে ভাঙ্গারীর দোকানে বিক্রির উদ্দেশ্যে গ্যাসের সাহায্যে ট্রলারটি কাটা শুরু করে। এ সময় দুটি গ্যাস বিস্ফোরিত হয়ে গোটা এলাকা প্রকম্পিত হয়। বিকট শব্দ পেয়ে এলাকার লোকজন এসে তাদের আটক করে। ট্রলারের গায়ে লেখা মোবাইল নাম্বার দেখে স্থানীয়রা ট্রলারের মূল মালিককে খবর দেয় এবং আটকৃত দু’জনকে গৌরনদী থানায় সোপর্দ করে। পরবর্তীতে জলিলের স্বীকারোক্তি মোতাবেক মনির ও কামালকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ওইদিনই আদালতে সোপর্দ করা হয়েছে।