নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুরতলা নামকস্থানে রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় সুধাংশু সরকার (৩২) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
মুলাদী থানার ওসি শাহে আলম জানান, উপজেলার চরকালে খাঁ আদর্শ ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক সুধাংশু সরকার কলেজের ক্লাস শেষে দুপুরে দুইটার দিকে টমটমে চরে বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে খেজুরতলা নামকস্থানে পৌঁছলে টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ওই শিক্ষক টমটমের নিচে চাঁপা পরেন। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। এ ঘটনায় চরকালে খাঁ আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত কলেজ শিক্ষক সুধাংশু সরকারের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। চাকরির সুবাদে তিনি মুলাদী সদরে ভাড়া বাসায় থাকতেন।