গৌরনদী অফিস ॥ নিরবিছিন্ন বিদ্যুৎ সংযোগের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাহিলাড়া এএনমাধ্যমিক বিদ্যালয়ে আইপিএস প্রদান করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈকত গুহ পিকলু গত ১১ আগস্ট স্কুলে আইপিএস প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইছাহাক আলী সরদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র সরকার, সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার মজুমদার, গোলাম সরোয়ার, মাওলানা মজিবুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হুমায়ুন বয়াতী, ইউপি সদস্য মোঃ জালাল সরদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হোসেন মোল্লা, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ হাসান সরদার প্রমুখ।