নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন হাওলাদার (৬৫) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রবিবার দুপুরে ঢাকার ভাড়াটিয়া বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অস্যংখ আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার সকালে বড় বাশাইল গ্রামে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজমল হোসেন, থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সিরাজ সরদার, অধ্যাপক লিয়াকত আলী হাওলাদার, বক্তিয়ার শিকদার প্রমুখ।