নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় হাইসাওয়ার ১’শ গভীর নলকুপ স্থাপনে ৬২ লক্ষাধিক টাকার টেন্ডারে ঠিকাদারদের সিডিউল সরবরাহ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
টেন্ডারের সিডিউল বঞ্চিত ঠিকাদার বরিশালের মেসার্স এসএস কনষ্ট্রাকশন-এর স্বত্বাধিকারী মোঃ জহিরুল ইসলাম গতকাল সোমবার লিখিত অভিযোগে জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১’শ গভীর নলকুপ স্থাপনের জন্য ৬২ লক্ষাধিক টাকা ব্যয়ে বে-সরকারী সংস্থা হাইসাওয়া কর্তৃক টেন্ডার আহ্বান করা হয়। গত রবিবার (১২ আগস্ট) ছিলো ফরম বিক্রির শেষদিন। ওইদিন দুপুরে বরিশালের মেসার্স এসএস কনষ্ট্রাকশন-এর স্বত্বাধিকারী মোঃ জাহিরুল ইসলাম সিডিউল ফরম ক্রয় করতে আসলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা তার কাছে সিডিউল ফরম বিক্রি করেননি। ঠিকাদার জহিরুল ইসলাম স্বচ্ছ টেন্ডারের জন্য হাইসাওয়ার কর্মকর্তাদের উপস্থিতিতে পুর্নরায় টেন্ডারের আহ্বান করেন। এ ব্যাপারে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, তাদের তালিকাভুক্ত ঠিকাদার হয়েও সিডিউল বিক্রির নিয়ম অনুযায়ী ব্লু-বুকের ফটোকপি দিতে না পারায় ঠিকাদার জহিরুল ইসলামের কাছে সিডিউল বিক্রি করা হয়নি। তবে এ অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার জহিরুল ইসলাম।