গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের সর্ববৃহ ব্যবসায়ী বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবাসী ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বদিউজ্জামান চঞ্চল মাঝিকে সোমবার রাতে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে এক যুবলীগ নেতা ও তার সহযোগীরা। এ ঘটনায় বন্দরের ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসাযীরা এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে অনিদৃষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষনা দেন। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাদের কর্মসূচী স্থগিত করে নেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় চাঁদশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মিলন হাওলাদারের ভাগ্নে রনির সাথে টরকী বন্দরের আশেকা শাড়ি ঘরের মালিক ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বদিউজ্জামান চঞ্চল মাঝি পুত্র ইলিয়াসের মোবাইল ফোন নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরজের ধরে সোমবার ইফতারের পর যুবলীগ নেতা মিলন তার ভাগ্নে রনিসহ তাদের ৪/৫ জন সহযোগীরা চঞ্চল মাঝিকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত ব্যবসায়ীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।