বরিশালে স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার ছাপাখানায় ছাত্রলীগের হানা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলা পরিষদে ছাত্রলীগের টেন্ডারবাজির খবর প্রকাশের জেরধরে সোমবার মধ্যরাতে স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার প্রেসে হানা দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে র‌্যাব ও পুলিশ প্রহরায় রাতে পত্রিকাটি ছাপা হয়। রবিবার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে অবৈধভাবে কাজ পাইয়ে দেয়ার চেষ্টায় ব্যর্থ হওয়ায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেনকে দু’দফা লাঞ্চিত করে সন্ত্রাসী অন্তু, কলিন্স ও জিতু বাহিনী। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করার খবর জানার পর থেকেই তা বন্ধ করার নানা অপচেষ্টায় লিপ্ত হয় সন্ত্রাসীরা। সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সোমবার রাত ১২ টার পর ওই পত্রিকার ছাপাখানায় অবস্থান নেয় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। একপর্যায়ে তারা পত্রিকার ট্রেস পেপার খুঁজতে থাকে। পত্রিকার নিজস্ব বিপনন কর্মীরা ট্রেস না আসার কথা জানালে প্রেসের সামনে অবস্থান নেয় তারা। এ সময় সন্ত্রাসীরা একের পর মটরসাইকেল নিয়ে কালিবাড়ী রোডস্থ ইভা অফসেট প্রেসের সামনে মহড়া শুরু করে। সন্ত্রাসীদের মহড়ায় আতঙ্কিত প্রেসকর্মীরা প্রেসের দরজা জানালা দরজা বন্ধ করে তাৎক্ষনিক ভাবে বিষয়টি র‌্যাব ও পুলিশকে জানায়। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র‌্যাব ও পুলিশের প্রহরায় ওই  পত্রিকাটি ছাপানো হয়। রাত সাড়ে ৩ টায় র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে অন্তু জিতু বাহিনী পুর্নরায় প্রেসের সামনে মহড়া শুরু করে।