নিজস্ব সংবাদদাতা ॥ পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি’র ফলাফলের জিপিএ-৫ এর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নতুন নিয়ম বাতিলের দাবিতে মঙ্গলবার ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সংবাদ সম্মেলন করেছেন। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও হটকারী দাবি করে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারী দেয়া হয়।
সংবাদ সম্মেলনে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবক ফোরামের নেতৃবৃন্দরা বলেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে সরকারের নতুন এ সিদ্ধান্ত দেশের ৪০ হাজার শিক্ষার্থীকে বিপাকে ফেলেছে। এ সিদ্ধান্ত প্রত্যহার না করা হলে ঈদের পর তারা কঠোর আন্দোলন কর্মসূচীর মাধ্যমে পুরো দেশ অচল করার হুমকি দেন। সংবাদ সম্মেলনে বরিশাল নাগরিক ফোরামের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, অধ্যাপক মজিবর রহমান ও ভর্তিচ্ছুক শিক্ষার্থী রেজাউল ইসলাম নতুন নিয়মে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।