নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ গবনিং বডির সদস্যের নাম ভাঙ্গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পুরনের নামে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিগ্রী পরিক্ষায় ফরম পুরনের জন্য আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য যাদব মজুমদারের শ্যালক ছাত্রলীগ কর্মী একই কলেজের ছাত্র সুমন অধিকারী ফরম পুরনের জন্য ছাত্র সমিরন বৈষ্ণবের কাছ থেকে ১ হাজার ৮’শ টাকা হাতিয়ে নিয়ে ৯’ শ টাকা দিয়ে ফরম পুরন করেছে। বাকি ৯’শ টাকা ফেরত চাইলে সমিরনকে টাকা ফেরত না দিয়ে সুমন গালিগালাজসহ জীবন নাশের হুমকি দেয়। সমিরন বিষয়টি কলেজ অধ্যক্ষ, বাকাল ইউপি চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ছাড়াও সুমন অধিকারীর বিরুদ্ধে ওই কলেজের ছাত্র গোপাল বৈষ্ণব, বাসুতি হালদার, অরুন পান্ডেসহ একাধিক শিক্ষার্থীদের কাছ থেকে নিজেকে ছাত্রলীগ নেতা ও ম্যানেজিং কমিটির সদস্য যাদব মজুমদারের আত্মীয় পরিচয় দিয়ে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সুমন অধিকারী অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।