নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী ইসলামী উন্নয়ন পরিষদের উদ্যোগে গত ১০ আগস্ট গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ বায়েজিত শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নিবার্হী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম, গৌরনদী ইসলামী উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক, গৌরনদী বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূইয়া, মোঃ অহিদুল হক খান, শরীফ জহির সাজ্জাত হান্নান, মোঃ জাফর শরীফ, মোঃ আলমগীর হোসেন। বক্তব্য রাখেন ইসলামী উন্নয়ন পরিষদের সম্পাদক মোঃ শাহাদাত হোসেন জাকির, লিটন খান প্রমূখ। শেষে ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান।