সুন্দরদীতে মাদকদ্রব্যসহ চারজন গ্রেফতার – একজনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনকে বরিশাল আদালতে প্রেরন ও বাবুল মোল্লা নামের এক মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে পুলিশ সুন্দরদী মহল্লার মুন্সী বাড়ির সম্মুখের মুদি ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে দোকানের মধ্যে থাকা দু’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই মহল্লার শওকত হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে দু’পুড়িয়া হেরোইন ও ছয় পুড়িয়া গাঁজাসহ গৃহকর্তা শওকত ও অহিদুজ্জামান খানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে গৌরনদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের চরগাধাতলী থেকে মাদক সেবনকারী বাবুল মোল্লাকে পুলিশ আটক করে। ওইদিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী মাদকসেবী  বাবুলকে এক মাসের কারাদন্ডের রায় প্রদান করে।