গৌরনদী সংবাদদাতা ॥ ডিজিটাল পদ্ধতিতে গতকাল বৃহস্পতিবার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ১ হাজার ৬’শ ৫০জন গরীব ও দুস্থ পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলু ডিজিটাল পরিমাপ পদ্ধতি ব্যবহার করে এ চাল বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ জালাল সরদার, মোঃ কামাল সরদার, ওয়াজেদ আলী বেপারী, শহিদ সরদার, সুলতান ফকির, সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া বেগম, হাসনা হেনা, গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল গোমস্তা, শান্তি রঞ্জন কর, হেলাল সিকদার, লাল মিয়া সরদার প্রমূখ।