নিজস্ব সংবাদদাতা ॥ আবার সেই একই বিড়ম্বনা। ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো কর্মস্থলে যেতে ফের চরম ভোগান্তিতে পরেছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী মানুষের বিড়ম্বনার যেন শেষ নেই। ঈদের সরকারি ছুটি শেষে গত মঙ্গলবার থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ঘরে ফেরা অধিকাংশ মানুষগুলো। তাদের পথে পথে বিরম্বনার যেন শেষ নেই। লঞ্চে তিল ধারনের ঠাঁই না থাকায় তড়িঘরি করে কর্মস্থলে ফেরার জন্য তারা ছুঁটে চলেছেন বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন বাসষ্ট্যান্ডের দুরপাল্ল¬ার কোচ কাউন্টারগুলোতে। সেখানেও একই অবস্থা।
নগরীর নথুল্লাবাদসহ বিভিন্ন উপজেলার দুরপাল্ল¬ার পরিবহন (কোচ) কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, আগামি চারদিন (রবিবার) পর্যন্ত অগ্রীম টিকেট বিক্রি হয়ে গেছে। সরাসরি দুরপাল্ল¬ার পরিবহনের টিকেট না পেয়ে অধিকাংশ যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে এখন ভাঙ্গা ভাঙ্গা লাইনে মাইক্রোবাস ও পিকাপ ভাড়া করে ছুঁটছেন স্ব-স্ব কর্মস্থলে। এছাড়াও মাওয়াগামী বিআরটিসি বাসের ছাঁদে করেও ছুঁটে চলেছেন কর্মস্থলগামী যাত্রীরা। এরপরেও যারা পরিবহনের টিকেট থেকে বঞ্চিত হচ্ছেন, বিশেষ করে নারীরা, তারা এখন অনেকটা নিরুপায় হয়ে কর্মস্থলে যাওয়ার জন্য গলদঘর্ম হয়ে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে।