গৌরনদী প্রতিনিধি ॥ মুসলমানদের সর্ববৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াতের জন্য বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী নিবাসী ও দুবাই প্রবাসী বাদশা মুন্সী ব্যতিক্রধর্মী মহতি উদ্যোগ নিয়েছিলেন। তার এ উদ্যোগ এলাকায় বেশ প্রশংসা কুড়িছে।
জানা গেছে, সুন্দরদী খাজাবাবা ফরিদপুরী কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গনে গৌরনদী পৌর এলাকাসহ পার্শ্ববর্তী কয়েক গ্রামের ধর্মপ্রান মুসলামনদের একত্রে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য দুবাই প্রবাসী ও জাকের পার্টি কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাদশা মুন্সীর পক্ষ থেকে ঈদের পূর্ব রাত্রে ও ঈদের দিন সকালে ব্যাপক ভাবে মাইকিং করে দাওয়াত দেয়া হয়। ঈদের দিন সকাল ৯ টায় জামাত শেষে ধনী গরিব কয়েক হাজার এলাকাবাসিকে সেমাই, ভাত ও মাংস খায়ানো হয়। এ ছাড়া দুস্তদের মাঝে নগদ ৪০০ টাকা করে বিতরন করা হয়। বাদশা মুন্সীর এ মহতি উদ্যোগকে এলাকার সবাই সাধুবাদ জানিয়েছেন।