গৌরনদী প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন (সোমবার) জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
আগৈলঝাড়ার সেরালস্থ তার গ্রামের বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সর্ব্বস্থরের মানুষের সাথে মতবিনিময় করেন। দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, সহসভাপতি এইচএম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ সঞ্জয় পাল, দপ্তর সম্পাদক বিস্বজিৎ সরকার বিপ্লব, প্রচার সম্পাদক এম আলম,সাংবাদিক তৌহিদী মাহমুদ তুহিন, মনিষ চন্দ্র বিশ্বাষ, উত্তম দাস, তারিকুল ইসলাম দিপু, কাজী মুরাদ, এনায়েত হোসেন মুন্না, নাসির উদ্দিন সৌইকত, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।