নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের একাংশের সভাপতির ওপর গতকাল বৃহস্পতিবার দুপুরে হামলা চালিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা। হামলার পর যুবদল নেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেয়া হয়েছে। হামলায় আহত যুবদল সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপনকে গৌরনদী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, বরিশাল থেকে মাওয়াগামী ইলিশ পরিবহনের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য কাউন্টারের মালিক উপজেলা যুবদলের একাংশের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অপর কাউন্টার মীর পলাশের মালিক ছাত্রলীগ কর্মী খোকন মোল্লার সাথে যাত্রী উঠানোকে কেন্দ্র করে স্বপন শরীফের সাথে বাকবিতন্ডা হয়। এরজেরধরে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মী খোকন মোল্লা ও তার সহযোগীরা যুবদল নেতা স্বপন শরীফের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে হামলাকারী ছাত্রলীগ কর্মীরা যুবদল নেতার ইলিশ পরিবহনের কাউন্টারে তালাবদ্ধ করে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
গরু ব্যবসায়ীর ওপর হামলা : অপরদিকে গত ১৮ আগস্ট দুপুরে উপজেলার বাটজোর ইউনিয়নের জয়শুরকাঠী গ্রামের লক্ষি ফকির, আলী ফকির, নয়ন ফকির ও তাদের সহযোগীরা হামলা চালিয়েছে গরু ব্যবসায়ী বানীয়াশুরি গ্রামের আলীম সরদারের ওপর। হামলাকারীরা আলীম সরদারকে মারাত্মক জখম করে তার সাথে থাকা গরু ক্রয়ের ৪২ হাজার টাকা লুটপাট করে নিয়েছে। আহতকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
উত্যক্তের প্রতিবাদ করায়: ঈদে মামা বাড়িতে বেড়াতে এসে স্থানীয় এক চিহ্নিত বখাটে যুবক মনির হাওলাদারের রোষানলে পরেছে এক স্কুল ছাত্রী। ওই বখাটের অব্যাহত উত্যক্তের প্রতিবাদ করাকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামে। জানা গেছে, ওই গ্রামের খন্দকার বাড়িতে মামা বাড়িতে বেড়াতে আসে নবম শ্রেনীতে পড়–য়া ছাত্রী। তাকে বিভিন্ন ধরনের উত্যক্ত করে পাশ্ববর্তী বাড়ির প্রবাসী জালাল হাওলাদারের পুত্র চিহ্নিত বখাটে মনির হাওলাদার। হামলা ও পাল্টা হামলায় গুরুতর আহত তুরজাইল, দুলাল হাওলাদার ও বখাটে মনির হাওলাদারকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ স্বামী গ্রেফতার: যৌতুকের দাবিতে গ্রামীণ ব্যাংকের বরিশালের মুলাদী এরিয়া অফিসের সেকেন্ড ম্যানেজার কর্তৃক হত্যার উদ্দেশ্যে তার স্ত্রীকে অমানুষিত নির্যাতন করা হয়েছে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় গৃহবধূ ও এক সন্তানের জননী বিউটি বেগমকে (২৩) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় গৃহবধূ বিউটি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুধবার রাতে যৌতুকলোভী স্বামী আকবর আলী খানকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরন করেছে।
জানা গেছে, কাছেমাবাদ গ্রামের ব্যবসায়ী শাহজাহান আকনের কন্যা বিউটির কাছে ঘর উত্তোলনের জন্য দীর্ঘদিন থেকে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলো তার স্বামী আকবর আলী খান। এতে অপরাগতা প্রকাশ করায় সম্প্রতি যৌতুক লোভী আকবর দ্বিতীয় বিয়ে করেন। এতে বাঁধা দেয়ায় বিউটিকে তাড়িয়ে দেয়ার জন্য প্রায়ই তার পাষন্ড স্বামী আকবর আলী শারিরিক নির্যাতন করে আসছিলো। সর্বশেষ গত ২১ আগস্ট রাতে বিউটিকে হত্যার উদ্দেশ্যে অমানুষিক নির্যাতন করে আকবর।
সালিশ বৈঠকে ইউপি সদস্যর হামলায় ৫ জন আহত : সালিশ বৈঠকে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তার সহযোগীদের হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। এ সময় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে।
জানা গেছে, বুধবার বিকেলে ইউপি সদস্য মিলন হাওলাদারের ছোট ভাই পলাশ হাওলাদার ও তার সহযোগীদের গাঁজা সেবনে বাঁধা প্রদান করে বানীয়াশুরি গ্রামের খলিল ঘরামীর পুত্র শিপন ঘরামী। এনিয়ে পলাশ ও তার সহযোগীদের সাথে শিপনের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী তৌফিক ইসলাম স্বজলের উপস্থিতিতে খলিল ঘরামীর বাড়িতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এসময় ইউপি সদস্য মিলন হাওলাদারের নেতৃত্বে তার ৮/১০ জন সহযোগীরা অর্তকিত ভাবে খলিল ঘরামীর বাড়িতে হামলা চালায়। হামলায় খলিল ঘরামী তার পুত্র শিপন ঘরামী, খোকন ঘরামী, কন্যা মিন্টু বেগম, প্রতিবেশী কালাচাঁন সরদার আহত হয়। হামলাকারীরা খলিল ঘরামীর বসত ঘরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় খলিল ঘরামী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।