নিজস্ব সংবাদদাতা ॥ আড়িয়াল খা নদীর পটকার চরে বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী বৃহৎ দুটি যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন ৭ ও ৮ আটকা পড়ার চারঘন্টা পর গতকাল শুক্রবার বিকেলে উদ্ধার করা হয়েছে। বরিশাল থেকে বিআইডব্লি¬উটিএ’র উদ্ধারকারী জাহাজ অগ্রগতি ও অগ্রনী ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩ টায় এ লঞ্চ দুটি উদ্ধার করে।
গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন-৭ নামের যাত্রীবাহী লঞ্চটি সকাল সাড়ে ১১ টায় বরিশাল আসার পথে আড়িয়াল খা নদীর পটকার চরে আটকা পড়ে। খবর পেয়ে দুপুরে লঞ্চটি উদ্ধারের জন্য বরিশাল নৌ-টার্মিনাল থেকে সুন্দরবন-৮ লঞ্চটি ঘটনাস্থলে গিয়ে সেটিও ডুবো চরে আটকা পরে। এ খবরের পর বিআইডব্লি¬উটিএ’র উদ্ধারকারী জাহাজ অগ্রগতি ও অগ্রনী ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩ টায় লঞ্চ দুটি উদ্ধার করে। সুন্দরবন ৭ ও ৮ নামের বৃহৎ এ লঞ্চ দুটি বরিশাল থেকে যাত্রী নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।