নিজস্ব সংবাদদাতা ॥ যুবককে অপহরন করে মুক্তিপন আদায়ের সময় অপহরনকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের বাসিন্দা তারেক (২৫) নামের এক যুবককে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ভাটিখানা থেকে অপহরন করে ওই এলাকার একটি বাসায় আটকে রাখা হয়। পরে অপহরনকারীরা ওই যুবকের শাশুরীকে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরে উভয়পক্ষের দর কষাকষির এক পর্যায় ২০ হাজার টাকায় রফাদফা হয়। মুক্তিপনের টাকা নিয়ে অপহরনকারীরা নাজিরপুল এলাকায় আসতে বলে। টাকা নিয়ে নাজিরপুল আসলে পুনরায় তাকে ভাটিখানা সেকশন এলাকায় আসার জন্য বলা হয়। এতে অপহৃত যুবকের শাশুরী ভয় পেয়ে বিষয়টি কাউনিয়া থানায় অবহিত করেন। কাউনিয়া থানার এসআই রতন ওই এলাকায় পৌঁছে কৌশল অবলম্বন করে অপহরনকারী দলের সদস্য রাশেদুলকে একটি মটরসাইকেলসহ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ১০ টার দিকে ভাটিখানা সেকশন এলাকার একটি বাসা থেকে অপহৃত তারেককে উদ্ধার এবং অপহরনকারী মোঃ রুবেল, আঃ রহিম, ইব্রাহিম খলিল ও আরাফাত নামের চারজনকে গ্রেফতার করা হয়।