নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রাম থেকে গতকাল শুক্রবার সকালে ৮’শ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গৌরনদী থানা পুলিশ।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে বেজগাতি গ্রামের মুদি ব্যবসায়ী মোহাম্মদ আলী ঘরামীর বসত ঘরে তল্লাশী চালিয়ে ঘরের পিছনের বারান্দার ধানের বস্তার মধ্যে থেকে ৮’শ ৯০ বোতল ফেনসিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মধ্যে থাকা ফেনসিডিল বিক্রেতারা পালিয়ে যায়। তিনি আরো জানান, বার্থী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নান্নু মৃধা বৃহস্পতিবার ভোর রাতে এ ফেনসিডিলের চালান এনে মোহাম্মদ আলীর ঘরে রাখেন। এ ঘটনায় গৌরনদী থানার উপ-পরিদর্শক স্বপন কুমার হাওলাদার বাদি হয়ে নান্নু মৃধা, মোহাম্মদ আলী, তার স্ত্রী জয়নব বিবি ও আনোয়ার ঘরামীকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।