নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার টিকাসার মহল্লার প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ মতলেব হাওলাদার (৬০) গ্যাস্টিক আলসার রোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যা রেখে গেছেন। গতকাল শনিবার সকালে মরহুমের জানাজা শেষে টিকাসার মহল্লার পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুকে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।