মাহিলাড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সিপাহীকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা ॥ চিহ্নিত মাদক বিক্রেতা জাকির হোসেনের সাথে সখ্যতা গড়ে তুলে মাসোয়ারা আনতে গিয়ে জনতার গণধোলাই খেয়ে পালিয়ে গেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক সিপাহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সিপাহী মোঃ হযরত আলী (ক্রমিক নং-৮৯৩) গৌরনদী সার্কেলের সিপাহী হিসেবে থাকার সুবাধে এখানকার মাদক বিক্রেতাদের সাথে গভীর সখ্যতা গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় একাধিকবার র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতারকৃত মাহিলাড়া বাজারের চিহ্নিত মাদক বিক্রেতা জাকির হোসেনের সাথে হযরত আলীর সখ্যতা গড়ে ওঠে। শুক্রবার সন্ধ্যা রাত সাড়ে ছয়টার দিকে সিপাহী হযরত আলী মাহিলাড়া বাজারে বসে জাকির হোসেনের কাছ থেকে মাসোয়ারা নেয়ার সময় স্থানীয় জনতা তাকে হাতে নাতে আটক করে গণধোলাই দেয়। একপর্যায়ে সে (সিপাহী হযরত আলী) পালিয়ে যেতে সক্ষম হয়। তার বাড়ি যশোরের চৌগাছ এলাকার মির্জাপুর গ্রামে। সে ওই গ্রামের গফুর বিশ্বাসের পুত্র।