নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশের উপস্থিতিতে ও উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগীতায় শুক্রবার গভীর রাতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতার বাড়ির সন্নিকটের একটি ডোবা থেকে বস্তা ভর্তি রেক্টিফাইট স্প্রীট উদ্ধার করা হয়েছে।
গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) আবুল হোসেন জানান, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগীতায় ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে ওই গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা মুজাম সরদারের বসত ঘরের পাশ্ববর্তী ডোবা থেকে একটি বস্তায় ভর্তি ৩৩ বোতল রেক্টিফাইট ¯প্রীট উদ্ধার করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মুজাম দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য ও রেক্টিফাইট ¯প্রীট বিক্রি করে আসছে। ঈদের দিন তার (মুজামের) কাছ থেকে রেক্টিফাইট ¯প্রীট ক্রয় করে তা পান করে মাহিলাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সরদার মোঃ আলাউদ্দিন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এ অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী থানার এস.আই আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন বয়াতী, ইউপি সদস্য মোঃ জালাল সরদার, যুবনেতা মোঃ রাসেল হোসেন, মোঃ নাজমুল সরদার প্রমুখ। চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, থানা পুলিশের সহযোগীতা পেলে যুব সমাজের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি মাহিলাড়া ইউনিয়নকে মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।