নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রীজ সংলগ্ন কর্ণকাঠী এলাকায় শনিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিনজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে কর্নকাঠী গ্রামের সুমন (২২) তার ভাগ্নে লিটন (১০) ও নগরীর গড়িয়ারপাড় এলাকার বাস চালক ফারুক হোসেন (৩৫)।
জানা গেছে, শনিবার সকালে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৫৩৮) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কর্ণকাঠী এলাকায় পৌঁছলে একটি বাইসাইকেলকে চাঁপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক সুমন ও আরোহী লিটন নিহত হন। বাসের চালকসহ অপর আহতদের উদ্ধার করে স্থানীয়রা শেবাচিম হাসপাতালে নেয়ার পর বাসের চালক ফারুক হোসেন মারা যায়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর পরই সিটি মেয়র শওকত হোসেন হিরন ও সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস ঘটনাস্থল পরিদর্শন ও শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।