নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রী মারা গেছে। শনিবার রাতে বাড়ির লোকজনে ভাসমান অবস্থায় স্কুল ছাত্রী ইয়াসমিনের (১০) মৃতদেহ উদ্ধার করেছে।
জানা গেছে, ওই গ্রামের আজগর মল্লিকের কন্যা ইয়াসমিন কাঠিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে অধ্যায়নরত ছিলো। শনিবার রাতে ইয়াসমিন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি। রাত আটটার দিকে বাড়ির লোকজনে বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় ইয়াসমিনের লাশ উদ্ধার করে।