নিজস্ব সংবাদদাতা ॥ স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বরিশালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সকাল ১১ টায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক কে.এম শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর জাহিদুল কবীর জাহিদ, জেলা যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ। শেষে নগরীতে একটি আনন্দ র্যালী বের করা হয়।