নিজস্ব সংবাদদাতা ॥ আমেরিকার তৈরি অত্যাধুনিক পিস্তল ও গুলিসহ আটক এক যুবককে ১২ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে বরিশালের একটি আদালত। গতকাল সোমবার বরিশাল বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক দিলিপ কুমার ভৌমিক এ দন্ডাদেশের রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত হেমায়েত হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া গ্রামের মৃত হাতেম হওলাদারের পুত্র। রায় ঘোষনার সময় সে আদালতেই উপস্থিত ছিলো।
আদালত সুত্রে জানা গেছে, ২০১১ সনের ২৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে অভিযান চালায়। ওই বাজারের দেলোয়ারের হোটেলের সম্মুখ থেকে র্যাব সদস্যরা হেমায়েতকে আটক করে। ওইসময় তার দেহ তল্লাশী করে আমেরিকার তৈরি ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি অত্যাধুনিক পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মোঃ সিদ্দিক হোসেন বাদি হয়ে অস্ত্র আইনে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।