নিজস্ব সংবাদদাতা ॥ জিপিএর ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি পদ্ধতি বাতিল ও ভর্তি পরীক্ষা পূর্ণবহালের দাবিতে সোমবার দুপুরে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবক ফোরামের নেতৃবৃন্দরা।
দুপুর বারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ফোরামের আহবায়ক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ডাঃ মিজানুর রহমান, শিক্ষার্থী হালিমা সাদিয়া মিতু প্রমুখ। বক্তারা বলেন, পদ্ধতি বাতিল করতে হলে নূন্যতম এক সেশন আগে জানানো উচিত। আর বিষয়টি সংবিধানের সাথে সাংর্ঘষিক। এটা করতে হলে মন্ত্রী পরিষদের অনুমোদন নিতে হবে। সরকার এটা না করে মেডিকেলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য তারা এই পদ্ধতি বাতিলের আহবান করেন। অপরদিকে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলায় নিন্দা জ্ঞাপন করে আন্দোলনরত আটক ছাত্রদের মুক্তির দাবি করেন। একই দাবিতে আজ মঙ্গলবার সকাল দশটায় নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করারও সিদ্ধান্ত গ্রহন করা হয়।