নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় এক নেশাগ্রস্থ পুত্রকে পুলিশের কাছে সোর্পদ করে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন এক পিতা। অবশেষে নেশাগ্রস্থ শামীম আহম্মেদকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের লুৎফর রহমানেরর পুত্র শামীম আহম্মেদ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পরে। নেশার টাকার জন্য শামীম তার বাবা-মাকে প্রায়ই মারধর করত। সোমবার সন্ধ্যায় শামিম গাঁজা ক্রয়ের জন্য বাবার কাছে টাকা দাবি করে। টাকা না দেয়ায় শামীম তার বাবাকে মারধর করে। অবশেষে উপায়অন্তুর না পেয়ে লুৎফর রহমান ওইদিন রাতেই তার নেশাগ্রস্থ পুত্রকে থানা পুলিশের কাছে সোর্পদ করে। থানার এসআই আলী আহম্মেদ জানান, নেশাগ্রস্থ শামীমকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজমল হোসেনের আদালতে সোর্পদ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে (শামীমকে) ছয়মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।