নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়ার অপসারনের দাবিতে মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধরা অধ্যক্ষর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজ ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল শেষে অধ্যক্ষর কক্ষে ব্যাপক ভাংচুর করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানা গেছে, কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়ার বিরুদ্ধে কলেজের উন্নয় তহবিল, দারিদ্র তহবিল, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্নখাতের অর্থ লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তার (অধ্যক্ষর) অপসারনের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে। দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষুব্ধরা অধ্যক্ষের কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। কলেজের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলেজ গবর্নিং বডির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল হানিফ খান, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মিয়া, বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সদস্য মোজাম্মেল হক হাওলাদার, এ.আর ফারুক বকতিয়ার, ইকতিয়ার হোসেন বকতিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দরা এঘটনার পর পরই জরুরি বৈঠকে বসেন। দীর্ঘক্ষন বৈঠকের পর নেতৃবৃন্দরা আগামি ১লা সেপ্টেম্বর উল্লেখিত বিষয়ে গঠনমুখী সিদ্ধান্ত নেয়া হবে বলে বিক্ষুব্ধদের জানায়। তারা (নেতৃবৃন্দরা) কলেজের উত্তপ্ত পরিস্থিতি শান্ত রাখতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কলেজ বন্ধ ঘোষনা করেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিক্ষোভ মিছিল ও ভাংচুরের সত্যতা স্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, গুটি কয়েকজন সুবিধাভোগী লোকের স্বার্থ হাসিল না হওয়ায় শিক্ষার্থীদের উস্কানী দিয়ে এ পরিস্থিতির ঘটনা ঘটানো হয়েছে।