নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী জসিমউদ্দিন হাওলাদার (২৫) নগরীর কেডিসি বস্তির আব্দুর রহমানের ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলো।
কোতয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মহিউদ্দিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জসিম উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ জসিমকে গ্রেফতার করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক আহসান কবির বাদি হয়ে জসিম উদ্দিনকে আসামি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।