নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল মহানগরীর ২০নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান কালু অপহরনের ঘটনায় বুধবার সকালে সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা। দলীয় কার্যালয়ে সাড়ে এগারোটায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন।
গত ২৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকা থেকে ফিরোজ খান কালুকে র্যাব পরিচয়ে অপহরন করা হয়। সেই থেকে অদ্যবর্ধি কালুর কোন সন্ধ্যান মেলেনি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফিরোজ খান কালুর অবস্থান জানতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদল নেতারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। নতুবা কঠোর আন্দোলনেরও হুশিয়ায়ী উচ্চারন করা হয়।
কতিথ অপহৃত ফিরোজ খান কালু বরিশাল কলেজ শাখার ছাত্রদল নেতা রাফসান আহমেদ জিতু হত্যা মামলার প্রধান আসামি। দীর্ঘদিন থেকে চট্টগ্রামে আত্মগোপনে ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।