বরিশালে নদীর নব্যতা সংকটে লঞ্চ আটকা

বরিশাল সংবাদদাতা: নদীর নব্যতা সংকটের কারনে বরিশাল নৌ-বন্দরে মঙ্গলবার রাতে ঢাকাগামী ৩ টি লঞ্চ আটকা পড়ে। কয়েক ঘন্টা পর জোয়ারের পানি বৃদ্ধি পেলে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। মঙ্গলবার গভির রাতে ঢাকাগামী সুন্দরবন-৭, সুরভী-৭ ও দ্বীপরাজ লঞ্চ নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে,নদীর নব্যতা সংকটের কারনে বন্দরেই আটকা পরে যায়। এতে চরম ভোগান্তীর মধ্যে পরে যাত্রী সাধারন। দীর্ঘ সময় চেস্টা করে ও জোয়ারের পানি বৃদ্ধী পেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। লঞ্চ কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে নদীর নাব্যতা কমে যাওয়ায় প্রায় সময়েই লঞ্চ আটকা পরে। কিন্তু কখনো এতো দীর্ঘ সময় আটকা পড়েনি। তাই তারা নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নিকট দাবি জানান। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক আশরাফ হোসেন জানান, লঞ্চ ৩ টি আটকা পড়েছিল এবং পরে তা মুক্ত হয়। ড্রেজিং করার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এর কাজ আরম্ভ হবে।