নিজস্ব সংবাদদাতা ॥ স্বাধীনতার স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর ও যুদ্ধপরাধীদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে সকাল দশটায় গৌরনদী উপজেলা, সরকারি গৌরনদী কলেজ ও পৌর ছাত্রলীগের সমর্থক গোষ্ঠীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রিপন, অভিজিৎ বাইন অভি, সোহেল হায়দার, শরিফুল ইসলাম তপু, রাশেদ, রোমান, শুভ দাস, শুভ বণিক, মেহেদী হাসান বাবু, জসিম সিকদার, সাদ্দাম খান, সোভন, হিমেল মিয়া, জাফর, জয়, মিঠু, কামাল ফকির প্রমুখ।