নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার বড় কসবা আবাসন প্রকল্পে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড ব্যারাকের ১০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়।
জানা গেছে, সাড়ে ১২টার দিকে ব্যারাকের লিটনের স্ত্রী রিনা বেগমের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা ব্যরাকে ছড়িয়ে পরে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এরইমধ্যে ব্যারাকের লিটন, আব্দুল জলিল, শাহানারা, আমিরজান, শামছুল হক, খাদিজা বেগম, সালেহা বেগম, বাবুল হোসেন, রোকেয়া বেগম, আতাউর তালুকদারের ১০টি ঘর পুরে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।